গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিজেপি নেতা নভোজাত সিং সিধু। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
চিকিৎসকরা জানিয়েছেন, সিধুর ধমনীতে রক্ত জমাট বেধে গেছে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে খবর, গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে এই সাবেক ক্রিকেটারকে।
সূত্র আরো জানায়, সঠিক সময়ে চিকিৎসা না হলে অবস্থা মারাত্মক হয়ে উঠতে পারত। সিধু আপাতত স্থিতিশীল এবং তার অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি চিপ ভেন থ্রম্বোসিস (ডিভিটি)-তে আক্রান্ত হয়েছিলেন।
ধমনীতে রক্ত জমাট বেঁধে ডিভিটি হয় এবং এর ফলে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়।
হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই সিধু টুইট করে জানিয়েছেন, তিনি ভালো আছেন।