Templates by BIGtheme NET
Home / খেলাধুলা / স্কুলে-স্কুলে মামুনুল

স্কুলে-স্কুলে মামুনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে নতুন প্রজন্মকে ফুটবলে আগ্রহী করে তুলতে এবং মাঠে গিয়ে জাতীয় দলকে সমর্থন জোগাতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় ‘রাইজ অব ফুটবল’ শিরোনামের এই প্রচারণার আয়োজন করে ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি। বাংলাদেশ অধিনায়ক বিভিন্ন স্কুলে গিয়েছেন প্রচারণা চালাতে। রোববার সকালে প্রথম তিনি যান মিরপুরের স্কলাস্টিকা স্কুলে। সেখানে মামুনুলকে পেয়ে ভিড় করে উৎসাহী ছাত্রছাত্রীরা। অটোগ্রাফ শিকারিদের ভিড় ক্রমে বাড়তে থাকে। মামুনুলও ফুটবল নিয়ে নেমে পড়েন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে। খেলার পর শুরু হয় ক্রসবার চ্যালেঞ্জ। বারে বল লাগাতে পারলেই মিলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট। মামুনুল নিজে সবার

আগে সে চ্যালেঞ্জের প্রমাণ দেন। পাঁচজন ছাত্র ক্রসবারে বল লাগিয়ে জিতে নেয় ম্যাচের টিকিট।

স্কলাস্টিকা স্কুল থেকে মামুনুল ইসলাম যান লে. শহীদ আনোয়ার গার্লস কলেজে। সেখানে ছাত্রীদের একইভাবে আহ্বান জানান বাংলাদেশের ফুটবলে সমর্থন জানানোর জন্য। স্কুলের মেয়েদের পেনাল্টি শটআউটে অংশ নিতে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক। যারা মাঝমাঠ থেকে গোল করতে পেরেছেন তারা জিতেছেন ম্যাচ-টিকিট। এই সৌভাগ্য হয়েছে আটজন ছাত্রীর। এখানেও যথারীতি মামুনুলকে ঘিরে ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই মামুনুলের সঙ্গে ছবি ও সেলফি তোলা এবং অটোগ্রাফ নেয়ার জন্য ভিড় করে। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাইপর্বে ফিরতি লেগের ম্যাচ।

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful