ঢাকা থেকে সীতাকুন্ডের দূরত্ব অনেক। প্রায় ছয় ঘন্টা লেগে যায়। আর যদি কোন নাটকের দৃশ্যধারণ করতে যাওয়া হয়। তাও আবার পাহাড়ে। তাহলে একটু কষ্ট হয় বৈকি! কারন একটি শুটিং ইউনিটে লোকজন থাকেন অনেক। তবু যেতে হয় গল্পের প্রয়োজনে।
এমন একটি গল্পের প্রয়োজনে সীতাকুন্ডে যেতে হলো অভিনেতা মিশু সাব্বির, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেমসহ আরও অনেককে। পূজার বিশেষ নাটকটির নাম ‘বিজয়শঙ্খ’। আর নাটকটির চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। আসছে পূজার দিন এনটিভিতে প্রচার হবে। এটির দৃশ্যধারণ করেছেন সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়ে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে শুটিং ইউনিটের পুরো লোকবল নিয়ে রওনায় হন সীতাকুন্ডের উদ্দেশ্যে। এবং নাটকটির দৃশ্যধারণ শেষে আজ ১০ অক্টোবর সকালে ঢাকায় এসে পৌছায় তারা।