রাজধানীর ধানমণ্ডি থেকে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মারামারির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০০৮ সালে রাজধানীর গুলশানে মারামারির অভিযোগে হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাসা থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি নূরে আজম মিয়া। তিনি বলেন, গ্রেফতারের পর হুম্মাম কাদের চৌধুরীকে আদালতে পাঠানো হয়েছে।
