সাতকানিয়ায় বিএনপির দলীয় প্রার্থী হাজী রফিকুল আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই নিজের বক্তব্য প্রত্যাহার করে পৌরসভা নির্বাচনে থাকার ঘোষণা দিলেন। সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা নির্বাচনী মনিটরিং সেলের আহ্বায়ক মীর মোহাম্মদ নাছিরের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনে থাকার ঘোষণা দেন তিনি।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দীনকে পাশে রেখে সংবাদ সম্মেলনে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। এখন মামলা দিয়ে গ্রেফতার করা হলেও নির্বাচনে থাকবেন। এলাকার ৯০ ভাগ মানুষ তার হয়ে ভোটকেন্দ্রে যাবে এবং ধানের শীষকে ভোট দেবে। এসব হুমকি-ধমকির দাঁতভাঙ্গা জবাব ব্যালটে দেবেন বলেও উল্লেখ করেন রফিকুল।
প্রসঙ্গত, রোববার বিকেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মেয়র প্রার্থী রফিকুল আলম। তখন তিনি জানিয়েছিলেন, দলের কাউকে না জানিয়েই সরে দাঁড়িয়েছেন। এর চার ঘণ্টা পর উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় রফিকুল আলম নির্বাচন থেকে সরে দাঁড়াননি।
সংবাদ সম্মেলনে মীর নাছির বলেন, নির্বাচনের আমাদের প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এটা হচ্ছে তার একটা প্রমাণ। তাকে মিথ্যা ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। সত্যটা হচ্ছে তিনি ধানের শীষেই আছেন। ধানের শীষের প্রার্থীই থাকবেন।