সম্প্রতি দেশে সংঘটিত বিদেশি হত্যাকাণ্ড এবং শিয়া মসজিদে হামলার মদদদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু নাইকো দুর্নীতি মামলায় নয়, মানুষ পুড়িয়ে মারা সহ বিদেশি হত্যাকাণ্ড ও শিয়া মসজিদে হামলার মদদদাতা হিসেবে আদালতে হাজির করতে হবে খালেদা জিয়াকে। এ জন্য ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানান তিনি।
আজ সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি বক্তব্য রাখছিলেন। পৌরসভা নির্বাচনে এমপিরা যাতে প্রচারণায় অংশ নিতে পারেন সে বিষয়টিও নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, এসহসানুল হক এবং স্বাধীনতা ফোরামের সভাপতি ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ।