গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে (১১) নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেনের আদালত। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে এনে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
এর আগে সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠায় আদালত। এ মামলার অন্য আসামি শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যও গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
এর আগে সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠায় আদালত। এ মামলার অন্য আসামি শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যও গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।