রোহিত শেঠির পরিচালনায় এই মাসের ১৮ তারিখে মুক্তি পেতে যাওয়া দিলওয়ালে সিনেমার অন্যতম চমক হলো পাঁচ বছর পর বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-কাজলের প্রত্যাবর্তন। সিনেমায় আরো থাকছেন ভারুন ধাওয়ান, কৃতি শ্যানন, ভারুন ধাওয়ান, জনি লিভার, বোমান ইরানি এবং সঞ্জয় মিশ্রা।
শাহরুখের নতুন সিনেমা ‘দিওয়ালে’র ব্যাপারে সালমানের ভাষ্য, ‘শাহরুখ, কাজল, ভারুন এবং কৃতির অভিনয়, রোহিত শেঠির পরিচালনা, ভ্রাতৃত্ব, প্রেম,অ্যাকশন এবং অনেক মজার দৃশ্য- বিশাল অঙ্কের আয়ের সব উপকরনই আছে এই সিনেমায়’।
পর্দার পেছনে সালমান আর শাহরুখের অম্ল-মধুর সম্পর্কের কথা প্রায় সবারই জানা। ইদানীং বলিউডের দুই খানের বন্ধুত্ব চোখে পড়ছে সবারই। এ বছর মুক্তি পাওয়া সালমানের দুই সুপারহিট সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ আর ‘প্রেম রাতান ধান পায়ো’ মুক্তির আগে শাহরুখ শুভকামনা জানিয়েছেন সালমানকে।
সালমানের টিভি শো ‘বিগ বস নউ’-এর একটি বিশেষ পর্বেও দেখা যাবে শাহরুখকে। ‘দিলওয়ালে’র প্রচারের জন্যই মূলত এক মঞ্চে দেখা যাবে ‘কারান-অর্জুন’ সিনেমার এই দুই সহশিল্পীকে।