প্রায় কাছাকাছি সময়ে সেরে উঠছেন লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনার দুই সুপারস্টার এখন লিগ ম্যাচে খেলার প্রহর গুনছেন। শনিবার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লিগ ম্যাচ। এল ক্ল্যাসিকো। এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ইংলিশ লিগে খেলা কুন আগুয়েরো জানিয়েছেন, শনিবার তিনিও মাঠে নামতে প্রস্তুত। ইংলিশ প্রিমিয়ার লিগে ওদিন ম্যানচেস্টার সিটি খেলবে লিভারপুলের সাথে। বড় এই ম্যাচ দিয়ে ফেরার ইচ্ছে আগুয়েরোর।
২৭ বছরের আগুয়েরো ৮ অক্টোবর আর্জেন্টিনার হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ছিল তার। তাতে লিগে সাতটি ম্যাচ মিস করেন তিনি। তার আগে সিটির সাথে শেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন আগুয়েরো।
বৃহস্পতিবার ম্যানসিটির ওয়েবসাইটে আগুয়েরো জানিয়েছেন, “আশা করছি এই ম্যাচে আমি খেলতে পারবো। ভালো অবস্থায় এই ম্যাচ দিয়ে ফিরতে আমার হাতে থাকা সব শক্তি প্রয়োগ করছি। অনেক হতাশার সময় কাটালাম।”