চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামের কাঁচা রাস্তার ওপর অজ্ঞাত এক যুবকের হাত-চোখ বাঁধা লাশ পড়ে আছে। তার গায়ের রং ফর্সা। পরনে খাকি রঙের প্যান্ট ও গায়ে চেক শার্ট আছে। বয়স অনুমান ৪৫ বছর। মাথায় আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ভুলটিয়া গ্রাম থেকে শেখপাড়ার দিকে যাওয়ার কাঁচা রাস্তার ওপর হাত-পা বাঁধা লাশটি পড়ে আছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকা থেকে ধরে এনে তাকে হতা করা হয়েছে। এলাকার অনেকে লাশ দেখেছে, তবে, কেউ নাম পরিচয় বলতে পরেনি। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।