বার্সেলোনার সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে হারালে বড় অংকে লা লিগার টিভি স্বত্ব বিক্রি করতে সমস্যা হতে পারে বলে মনে করেন এলএফপি সভাপতি।
স্পেনের পেশাদার ফুটবল লিগের প্রধান হাভিয়ের তেবাস মনে করেন, বর্তমানে দেশটির সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার টিভি স্বত্বের অর্থমূল্য অনেকাংশেই এই দুই তারকার উপস্থিতির উপর নির্ভর করে। সময়ের সেরা দুই তারকা মেসি ও রোনালদো না থাকলে দেশের বাইরে লা লিগার জনপ্রিয়তা এত বেশি থাকত না বলেই বিশ্বাস তেবাসের।
স্পেনের একটি রেডিওকে তেবাস বলেন, “দেশের বাইরে লা লিগার টিভি স্বত্ব বিক্রির ক্ষেত্রে আমাদের দলগুলোয় মেসি ও রোনালদোর উপস্থিতি সবচেয়ে বেশি সাহায্য করে।”
বিশ্বের সেরা এই দুই ফুটবলার লা লিগায় থাকায় নিজেদের ভাগ্যবানও ভাবছেন তেবাস। একই সঙ্গে বিশ্বের সেরা দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের গুরুত্বের কথাও উল্লেখ করেন তিনি।