বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে আগামীকাল শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করবেন তার পরিবারের ৫ সদস্য। মুজাহিদের ছোট ছেলে আলী আহমেদ মাদরুরের নেতৃত্বে বেলা ১১টায় পরিবারের সদস্যরা এ সাক্ষাতে যাবেন।
আলী আহসান মুজাহিদের অন্যতম আইজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানান।
গত ৩০ সেপ্টেম্বর বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুজাহিদের পূর্নাঙ্গ রায় প্রকাশ করে। পরের দিন ১ অক্টোবর তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।