চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় শিকারের হাত থেকে রক্ষা পেয়ে মুক্ত আকাশে উড়লো চাকলাসহ বিভিন্ন প্রজাতির ৩০টি অতিথি পাখি। বৃহস্পতিবার সকাল ১০টায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সিংড়া বাজার ও পেট্রোলবাংলা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে ৩০টি অতিথি পাখি জব্দ করে। পরে পাখিগুলো পেট্রোলবাংলা পয়েন্ট ও সিংড়া কোর্ট মাঠে অবমুক্ত করা হয়। এসময় দুই পাখি বিক্রেতার মুচলেকা নেয়া হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলনবিল অঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার সময় মাছ খাওয়ার লোভে বকসহ বিভিন্ন প্রজাতির ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসে। এই সুযোগে এক শ্রেণীর অসাধু শিকারী বিভিন্ন ফাঁদ পেতে পাখি শিকারে মেতে উঠে।
বৃহস্পতিবার চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সিংড়া বাজার ও চলনবিলের পেট্রোলবাংলা পয়েন্ট এলাকা থেকে ৩০টি পাখি জব্দ করে। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর মিডিয়া বিষয়ক উপ-কমিটির আহবায়ক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোহসিন আলম, সদস্য তায়েফুর রহমান, কুরবান আলী, ইউপি সদস্য শামিম হোসেন, প্রভাষক আনিছুর রহমান প্রমূখ।