‘ব্যাং, ব্যাং’ দিয়ে মঞ্চে আসলেন হৃতিক রোশন। বলিউড সুপারস্টার। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ। এরপরই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম নাচিয়ে তোলেন হৃতিক। এক পালকা জিনা গানের সাথে তার নাচে দর্শকরা আনন্দে মেতে ওঠেন। এরপর মিশ্র সব পারফরম্যান্সে মঞ্চে থাকার সময়টি মাতিয়ে রাখেন দারুণ নাচিয়ে হৃতিক।
শুক্রবার এই অনুষ্ঠানের আগে দুপুরে ঢাকায় আসার পর মঞ্চে মহড়া করে গেছেন হৃতিক। আর অনুষ্ঠানে ধুম মাচালের সাথে নেচে দর্শকদের নাচিয়ে তোলেন হৃতিক। এটাই উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পারফরম্যান্স। দর্শকের সাথে কিছুক্ষণ কথা বলে যান বলিউড হার্ট থ্রব। লেজার শো দিয়ে শেষ হয় বিপিএলের প্রায় সাড়ে চার ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান।
হৃতিকের আগে বলিউডের তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ আসেন মঞ্চে। অল্প সময়ের পারফরম্যান্স তার। যতোটা পারেন দর্শকের মন জয় করার চেষ্টা করেছেন।
এর আগে নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক পর শুরু হয় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। দেশের জনপ্রিয় নৃত্যশিল্পি, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ আসেন মঞ্চে। নাচ পরিবেশন করেন তিনি। দারুণ থিমের সাথে তার পরিবেশনা হয়েছে চমৎকার।
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড এলআরবি মঞ্চে আসে এরপর। দর্শকদের মাঝে খুব আলোড়ন তুলতে পেরেছে কি ব্যান্ডটি ও এর ভোকাল আইয়ুব বাচ্চু? দর্শকদের তেমন সাড়া না দেখায় এই প্রশ্ন আসে। রাখে আল্লা মারে কে দিয়ে তাদের শুরু। আসে জনপ্রিয়তম সেই তুমি কেন এত অচেনা হলে। শেষটায় দর্শকদের নাচিয়ে তোলেন আইয়ুব বাচ্চু।
ফোক সঙ্গীত শিল্পি মমতাজ মঞ্চে এসেই সবাইকে মাতিয়ে তোলেন। বিপিএল নিয়ে গান বানিয়েছেন। ‘আগে যদি জানতাম রে বন্ধু’, ‘আকাশটা কাঁদছিলো কেন’, ‘খাইরুন লো’, ‘পাঙ্খা, পাঙ্খা’, ‘পোলা তো নয় সে যে আগুনেরই গোলারে’ গানটি দিয়ে সবাইকে উচ্ছল করে তোলেন তিনি। ‘মরার কোকিলে’ গানটি দিয়ে পারফরম্যান্স শেষ করেন মমতাজ।
এরপর আসে বিপিএলের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধনের সময়। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের এবারের আসরের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে বিসিবি সভাপতি অনুরোধ করেন বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে। অর্থমন্ত্রী উদ্বোধন করেন।
ভারতের শিল্পি কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে মঞ্চে ওঠেন তারপর। একের পর এক গান গেয়ে চলেন। প্রায় ঘণ্টা খানেক পারফর্ম করেন তিনি। নিজের অনেক জনপ্রিয় গান গেয়ে শোনান। বিপিএলের শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও খেলা শুরু হবে ২২ নভেম্বর।