শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটের বড় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। বোলার ম্যাট হেনরি ও ব্যাটসম্যান মার্টিন গাপটিলের পারফরম্যান্সে ভর করে সহজ জয় তুলে নেয় ব্ল্যাক ক্যাপসরা।
এঞ্জেলো ম্যাথুসদের ছুঁড়ে দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২১ ওভারেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপটিল ও ব্র্যান্ডন ম্যাককালামের ১০৮ রানের জুটিতে দ্রুতই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয় স্বাগতিকদের। এদিন গাপটিল ৭৯ রানের ইনিংস খেলেছেন। ম্যাককালাম খেলেন ৫৫ রানের ইনিংস। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে মিলিন্ডা দুইটি উইকেট নিয়েছেন।
এর আগে ক্রাইস্টচার্চে টসে জিতে আগে ব্যাট করতে নেমে হেনরির বিধ্বংসী বোলিং তোপে ১৮৮ রান তুলতেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। দলের পক্ষে মিলিন্ডা শিরিওয়ার্ধানে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) দারুণ পারফরম্যান্স করা নুয়ান কুলাসেকারা দলে ফিরেই ব্যাট হাতে নৈপূণ্য দেখান। ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।
লঙ্কানদের বিপক্ষে ম্যাট হেনরি সর্বোচ্চ চারটি উইকেট তুলে নিয়েছেন। ডগ ব্রেসওয়েল নিয়েছেন তিনটি উইকেট।
ম্যাচ সেরার পুরস্কার তুলে নিয়েছেন চার উইকেট নেওয়া নিউজিল্যান্ড দলের বোলার ম্যাট হেনরি।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে আগামী সোমবার।