ব্রাহ্মণবাড়িয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ৮৯ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই ২ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান রমজানসহ (৪৮) বিভিন্ন মামলার ৫৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-এক) মাঈনুদ্দিন খান।
এদিকে, মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার সন্দেহে বিএনপি-জামায়াতের ৯কর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলা থেকে ২জন বিএনপি, মুজিবনগর উপজেলা থেকে ৩জন বিএনপি ও ৪জন জামায়াত কর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে ৩১জনকে আটক করা হয়েছে।
আটকৃতরা বিভিন্ন মামলার আসামী বলে দাবি করেছে পুলিশ। তাদের মধ্যে জি-আর মামলার ১২ জন, সি-আর মামলার ৭জন, নিয়মিত মামলায় ৩জন ও ১৫১ধারা মামলায় ৯জন। এই নিয়ে জেলায় মোট ৩১জনকে আটক করা হলো।