Templates by BIGtheme NET
Home / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে শ্বাস বন্ধ করে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে শ্বাস বন্ধ করে হত্যার অভিযোগ

হ্মণবাড়িয়ার শাহবাজপুরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে এ ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়েছে। নিহতের চাচা মজনু মিয়া জানান, ৮ বছর পূর্বে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাঁটিরপাড়ার এবাদুল্লাহর মেয়ে আসমা বেগমের (২৬) বিয়ে হয় জেলার সরাইল উপজেলার শাহবাপুর গ্রামের হাবলী পাড়ার রহিস মিয়ার ছেলে সৌদি প্রবাসী কাজল মিয়ার। বিয়ের পর থেকে স্বামী প্রবাস থেকে স্ত্রীর নিকট টাকা পাঠানো ও পরিবারের ননদ, শ্বশুর, শাশুড়ির সাথে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল। এসব বিষয় নিয়ে নিহত আসমা আমাদেরকে অবহিত করত। গত সোমবার বিকেলে আসমার স্বামীর ছোট ভাই সুজন সৌদি আরব থেকে ফোন করে জানান, তাদের বাড়িতে ঝগড়া হচ্ছে। ফের একটু পরে ফোনে জানায় ভাবি (আসমা) কারেন্ট লেগে মারা গেছে। খবর পেয়ে শাহবাজপুরে গিয়ে দেখি তাদের বাড়ির গেইট বাহির থেকে বন্ধ। একটি ছোট কক্ষে আসমার ৪ বছর বয়সী ছেলে হামীমকে আটকা রাখা হয়েছে। বাড়ির বিদ্যুৎ বন্ধ। পরে একটি কক্ষে গিয়ে দেখি আসমার মৃতদেহ একটি বিছানার উপর রাখা রয়েছে। তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদসহ সকলে বাড়ি থেকে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মো. চান্দু মিয়া জানান, আমি গিয়ে লাশ বিছানায় শোয়ানো অবস্থায় পেয়েছি। মরদেহ উদ্ধারকারী সরাইল থানার এসআই রফিকুল ইসলাম জানান, নিহতের শরীরের চোখ, গলাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর স্বামীর পরিবারের লোকজন পালিয়ে গেছে।

 

About Tareq Hossain

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful