ব্রাসেলসের রাজপ্রসাদ থেকে মাত্র মাইল তিনেক পশ্চিমে ঘনবসতির মুসলিম অধ্যুষিত মহল্লা মলেনবিক সেন্ট জন। অথচ চকলেটের দোকান আর সার ধরা কফি শপের কল্যাণে রাজপ্রসাদের আশপাশে যে ঝকঝকে চেহারা সেগুলোর সাথে এই মহল্লাটির কোনও মিল নেই। ব্রাসেলসের ঘনবসতির এই মহল্লায় তীব্র বেকারত্ব, কালো সাদা কালিতে বিভিন্ন রেখায় দেয়ালগুলো ভর্তি। আর রাস্তার দুধারের দোকানগুলোর পেছনে দারিদ্রের প্রামাণ্য চিত্র। নানা জাতিগোষ্ঠীর বসবাস, তবে সিংহভাগই উত্তর আফ্রিকার কয়েকটি দেশ থেকে আসা মুসলিম অভিবাসী।
শুক্রবারে প্যারিসে সন্ত্রাসী হামলার পর এলাকাটি সারা বিশ্বের নজরে পড়েছে। কারণ সন্দেহভাজনদের খোঁজে বেলজিয়ামের পুলিশ গত কদিনে এখানে একের পর এক অভিযান চালিয়েছে। প্যারিস হামলার পরিকল্পনা এখানেই? ফরাসী এবং বেলজিয়ান গোয়েন্দাদের দৃঢ় বিশ্বাস শুক্রবার রাতের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ব্রাসেলসের মুসলিম অধ্যুষিত এই মহল্লাতে বসেই হয়েছিল। হামলাকারীদের অধিকাংশই এখানকার বাসিন্দা। অনেক পত্র-পত্রিকাতেই লেখা এলাকাটি জিহাদীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তবে এলাকার বাসিন্দাদের অনেকে মনে করেন এ ধরণের ছাপ্পা লাগানোটা অন্যায় এবং অযৌক্তিক।
একজন রেস্তোরাঁ মালিক দেরদাবি নাবিল বলছেন, অন্তত ৩০ টি দেশের মানুষজন এই মহল্লায় থাকেন, কিন্তু কোনও বিরোধ নেই। পুলিশী অভিযান দেখে উদ্বিগ্ন নাবিলের কথা ছিল, একসাথে এত অস্ত্রধারী পুলিশ এই এলাকায় এই প্রথম, অথচ কোনোদিন তো এখানে কোনও সমস্যা দেখিনি। তবে নাবিল যাই বলুন না কেন মলেনবিকের সাথে সন্ত্রাসের যোগাযোগ আদৌ নতুন নয়। জানুয়ারিতে প্যারিসে চার্লি হেবদো পত্রিকার অফিসে সন্ত্রাসী হামলার পর হামলাকারিদের খোঁজে এই মহল্লায় পুলিশী অভিযান হয়েছিল। কিছুদিন আগে বেলজিয়াম থেকে ফ্রান্সগামি এক ট্রেনে সন্ত্রাসী হামলায় জড়িত যুবক এই এলাকাতেই তার বোনের বাসায় ছিল।
এছাড়া ব্রাসেলসের ইহুদিদের এক যাদুঘরে গত বছরের সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিও এই এলাকায় ছিল বলে জানা গেছে। মলেনবিকের অর্ধেকই মুসলিম ব্রাসেলসের একজন গোয়েন্দা বিশেষজ্ঞ ক্লদ মনিকের মতে, মলেনবিক ব্রাসেলসের একটি বিস্ময়কর জায়গা।” হাজার হাজার অভিবাসীর বসবাস, যার মধ্যে অন্তত অর্ধেকই মুসলিম। তার অর্থ এখানে সন্ত্রাসীদের পালিয়ে থাকার সুযোগ রয়েছে। বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন বেলজিয়াম থেকে যেসব মুসলিম তরুণ-যুবক আইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়ায় গেছে, তাদের অধিকাংশই মলেনবিকে থাকতো।