বেনাপোল চেকপোস্ট দিয়ে হাতে লেখা পাসপোর্টে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত বন্ধ করে দিয়েছে পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গত দুই দিনে চারজন ভারতীয় ও একজন বাংলাদেশি হাতে লেখা পাসপোর্টধারী যাত্রীকে ভারতে প্রবেশকালে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর থেকে হাতে লেখা পাসপোর্টে দেশ-বিদেশ গমনাগমন বন্ধে নির্দেশনা দেয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার বিকেলে থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া কোনো যাত্রীকে ভারত-বাংলাদেশে যাতায়াত করতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ। হাতে লেখা পাসপোর্টে ভিসা থাকলেও ভারতে যেতে দিচ্ছে না ইমিগ্রেশন পুলিশ।