এক দলের অধিনায়ক ডেভিড বেকহাম। অন্য দলের নেতৃত্বে থাকবেন জিনেদিন জিদান। বেকহাম নেতৃত্ব দেবেন গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড দলের। আর অবশিষ্ট বিশ্ব একাদশের নেতৃত্বে থাকছেন জিদান। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে তাদের দল নিয়ে এই সাবেক দুই বিশ্বসেরা একে অন্যের মুখোমুখি হচ্ছে। চ্যারিটি ম্যাচ। বিপদসীমায় থাকা শিশুদের জন্য তহবিল গঠনের উদ্দেশ্য ইউনিসেফের উদ্যোগে হবে এই ম্যাচ। ম্যাচের ট্যাগ “ম্যাচ ফর চিলড্রেন”।
গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড দলের কোচ হিসেবে থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন। বেকহামের সাথে ম্যানইউর সাবেক সতীর্থদের মধ্যে থাকছেন রায়ান গিগস, পল স্কলস, রিও ফার্ডিনান্ড, নিকি বাট ও ফিল নেভিল।
জিদানের দলের কোচ থাকছেন ইতালিয়ান ও রিয়াল মাদ্রিদ, চেলসি, জুভেন্তাস, মিলানের সাবেক ম্যানেজার কার্লো আনচেলত্তি। জিদানের দলটি তারায় তারায় খচিত। আছেন কাফু, লুইস ফিগো, মাইকেল বালাক, রোনালদিনহো, ডুইট ইয়র্ক, প্যাটট্রিক ক্লুইভার্ট, ল্যান্ডন ডনোভানের মতো সব কিংবদন্তি খেলোয়াড়। আছেন আরো অনেক তারকা। জানা গেছে এই ম্যাচের সব টিকিট নাকি এর মধ্যেই বিক্রি হয়ে গেছে।