চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসে যে পাঁচটি উইকেটের পতন ঘটেছে, তার মধ্যে একটা আবার নট আউট। বাকি, চারটি উইকেটই পেয়েছেন ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। পরে ব্যাটিংয়ে নেমেও তিনি করেছেন ৩৮ বলে ৫০ রান।
সব মিলিয়ে পঞ্চম ম্যাচে এসে সিলেট সুপার স্টার্সের প্রথম জয় পাওয়ার নেপথ্য কারিগর এই বোপারাই। আর এই অলরাউন্ড পারফরম্যান্সের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে তিনি এক নতুন নজির গড়লেন।
প্রথম ক্রিকেটার হিসেবে তিনি গড়লেন একই ম্যাচে চার উইকেট ও হাফ সেঞ্চুরি করার নজির। এর আগে এর সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন আন্দ্রে রাসেল। বিপিএলের প্রথম আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ব্যাট হাতে করেছিলেন ১৫ বলে অপরাজিত ৩৭ রান। পরে বল হাতে ৩৫ রান দিয়ে নিয়েছিলেন চার উইকেট।
আর চলমান বিপিএলেই ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ১৫ বলে অপরাজিত ২৪ করার পর বোলিংয়ে ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। তবে, এবার এদের সবাইকে ছাড়িয়ে গেলেন রবি বোপারা।
ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বোপারা বলেন, ‘ঢাকার উইকেটটাকে ঠিক আদর্শ উইকেট বলা যাবে না। তাই, আমাদের চট্টগ্রাম আসার আগে প্রস্তুতিটা ভাল হয়নি। আর একজন বিদেশি হিসেবে এসেই দ্রুত ভাল খেলা এখানে সম্ভব নয়। ভাল দিক হচ্ছে আজকে (সোমবার) আমরা জয় দিয়ে শেষ করতে পেরেছি।’