বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের প্রথম ম্যাচ হবে ২৪ নভেম্বর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ নভেম্বর আসরের উদ্বোধন ঘোষণা করা হবে। এ আসরে মোট ৬টি দল অংশগ্রহণ করবে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। এ ছাড়া ৬টি দলের মালিকানা পৃথক প্রতিষ্ঠান পেয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এর মধ্যে ঢাকার মালিকানা পেয়েছে বেক্সিমকো, বরিশালের এক্সিয়ম, রংপুরের আইস্পোর্টস, কুমিল্লার রয়্যাল স্পোর্টস, সিলেটের আলিফ গ্রুপ এবং চট্টগ্রামের মালিকানা পেয়েছে ডিবিএল গ্রুপ।