বিএনপি নেতা হাফিজ ইব্রাহীমের খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। ঘোষিত আয়ের চেয়ে বেশি সম্পদ থাকার মামলায় সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ দুদকের করা ‘লিভ টু আপিল’ নিষ্পত্তি করে এই আদেশ দেয়।
আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের এই মামলায় বিচারিক আদালত সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমকে দুই ধারায় ১৩ বছরের সাজা দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে এসে তিনি খালাস পান।
তিনি বলেন, ‘এর বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। আপিল বিভাগ খালাসের রায় বাতিল করে তিন মাসের মধ্যে হাই কোর্টে পুনরায় শুনানি করে আপিল নিষ্পত্তি করতে বলেছে।’
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চে এই আপিল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইনজীবী খুরশীদ আলম খান ।
২০০১-২০০৬ মেয়াদে চার দলীয় জোট সরকারের সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপি নেতা হাফিজ ইব্রাহীম।