সালমানসহ পরিবারের সবাই সালিম খানকে জীবন দিয়ে ভালোবাসেন। গতকালই ৮০ বছরে পা রেখেছেন এই খ্যাতিমান অভিনেতা। এই অনন্য মুহূর্তে সেলফিতে বন্দি করলেন সালমান।
ভাইদের নিয়ে সেলফি তুলতে দেখা গেলো সাল্লুকে। ছবিটি বড় ভাই আরবাজ খান তুলে দিয়েছেন তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে আরবাজ লিখেছেন, আমার বাবা আজই ৮০-তে পা রাখলেন। তার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি সব সময়। বাবা মানেই আমার ও পরিবারের সবকিছু। আমরা সবাই তাকে দারুণ ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আমাদের সবার প্রেরণা ও শক্তির একমাত্র উৎস তিনি। আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করুন। তোমাকে অনেক ভালোবাসি বাবা।
অবশ্য এ কথা সবাই জানেন যে, সালমান ও তার ভাইয়েরা বাবাকে কতটা ভালোবাসেন। সেলফিতে এ পরিবারের এক দারুণ সুখকর মুহূর্ত ফুটে উঠেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া