২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলার কথা বাংলাদেশের। কিন্তু তারা একই সময়ে বাংলাদেশে এসে আতিথ্য নেওয়ার প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার জন্য এ পর্যন্ত কম জল ঘোলা হয়নি। তবে এবার এমনই এক সময় তারা বাংলাদেশে আসার প্রস্তাব দিয়েছে যখন টাইগারদের অস্ট্রেলিয়ায় খেলার কথা!
বাংলাদেশের অবশ্য ক্রিকেট মোড়ল অস্ট্রেলিয়ার এ প্রস্তাব মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাঈমুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘বিষয়টি এখনো চূড়ান্ত করিনি আমরা। অচিরেই অপারেশন্স কমিটির সভা আছে। সেখানেই সিদ্ধান্ত হবে।’ পর মুহূর্তেই আবার বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক যোগ করেছেন, ‘আসলে ওরা তো প্রস্তাব আমাদের ওপর চাপিয়ে দেয়। আমাদের তা মেনেও নিতে হয়।’
২০০৩ সালের পর আর কখনোই অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ না খেলা বাংলাদেশ মাঝখানে কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল ২০০৮ সালে। ১৪ বছর সেখানে টেস্ট আতিথ্য না পাওয়া বাংলাদেশের অপেক্ষা আরো লম্বা হবে সিএ-র নতুন প্রস্তাবে। যদিও নাঈমুর বলছেন যে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরও হবে। তবে কবে, সে বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার আগে কিছু বলতেও পারছেন না তিনি, ‘নিশ্চয়ই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। সেটি কোন সময়ে, তা আমরা আলোচনায় বসেই ঠিক করব। অবশ্য একই বছর দুটি সিরিজ হওয়া সম্ভব নয়। হয়তো পরের বছরই যেতে পারি আমরা।’