ফ্রান্সের কর্সিকা দ্বীপে একটি মসজিদে হামলা করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় দুই অগ্নিনির্বাপক কর্মীকে মুখঢাকা সন্ত্রাসীর হামলার জের ধরে এই হামলা করা হয়। শুক্রবার অগ্নি নির্বাপক কর্মীদের সমর্থনে কয়েকশ লোক একত্রিত হয়। যে স্থানে হামলা হয়েছিল সেখানে কিছু বিক্ষোভকারীরা গিয়ে, আরবরা বেড়িয়ে যাও, এটা আমাদের স্থান বলে স্লোগান দিতে দিতে এগিয়ে গিয়ে একটি মসজিদে হামলা করে। মসজিদ ঘর ভাঙচুর করার পাশপাশি কোরান শরীফ পোড়ানোর চেষ্টা করে হামলাকারীরা।
ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ফরাসি মুসলিম সংগঠনও এই ঘটনার নিন্দাজ্ঞাপন করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনেভু বলেন, অগ্নিনির্বাপক কর্মী ও মসজিদে হামলার জন্য দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। ফ্রান্সে বর্ণবাদ ও বিদ্বেষের কোনো জায়গা নেই বলে উল্লেখ করেন তিনি।