ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ‘ইন্ডিয়ান অয়েল’ আবার ডিজেল ও পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার দেশটির বিভন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করা হয় এবং ওই দিন প্রথম প্রহর থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, গত ছয় নভেম্বর দেশটির সরকার আমদানি করা জ্বালানী তেলে আরোপিত আবগারি শুল্ক বাড়ানোর কারণেই এ দফা জ্বালানী তেলের দাম বাড়লো।
জানা গেছে, ভারতের বাজারে ডিজেল লিটারে ৭৪ পয়সা বেড়ে হয়েছে ৫০.২৯ রুপি। এই পণ্যটির আবগারি শুল্ক লিটার প্রতি .৪০ রুপি বাড়ায় দেশটির কেন্দ্রীয় সরকার।
অপর দিকে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ২৮ পয়সা। নতুন দাম হয়েছে লিটারে ৬৬.৩৯ রুপি। পণ্যটির আবগারি শুল্ক লিটার প্রতি ১.৬০ রুপি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত জুলাই মাসের পরে দেশটির বাজারে পেট্রোলের দাম কয়েক দফায় কমলেও বাড়লো এই প্রথম। শেষ বার দাম বেড়েছিল গত ১৬ জুলাই। ডিজেলের ক্ষেত্রে অক্টোবর থেকে তিন দফা দাম বাড়িয়েছে সংস্থাগুলি।