বিচারিক মামলার সংখ্যা কমে যাওয়ায় একটি ট্রাইব্যুনাল কমানো হয়েছে জানিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন প্রয়োজনে যে কোনো সময় একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হবে।
মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত দুটি ট্রাইব্যুনালের একটি সম্প্রতি বন্ধ করে দেয়ার ব্যাপারে ব্যাখা দিতে গিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সব যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনাল বন্ধ করা হবে না।
জামায়াত নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আইন করার সিদ্ধান্তটি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে।’