দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন বেসরকারি টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারে অংশ নেবেন খালেদা জিয়া। বিএনপি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের এ বক্তব্য রেকর্ডও করা হয়েছে।
এদিকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ও দুঃশাসন থেকে মুক্তি পেতে আসন্ন পৌর নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মাঠপর্যায়ে বার্তা পাঠিয়েছেন খালেদা জিয়া। নির্বাচনী পৌরসভাগুলোতে বুধবার এ চিঠি পৌঁছে দেয়া হয়েছে।
২৩৪ পৌরসভার জন্য ৫০ হাজার চিঠি লিফলেট আকারে বিলি করা হবে। চিঠিতে জিয়া পরিবারসহ দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে নানা হয়রানিমূলক মামলা ও নির্যাতন, আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি, গণতন্ত্র অনুপস্থিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।