আসন্ন পৌর নির্বাচনে পেশাজীবীদের ভোটের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যেকোনো পরিস্থিতিতে ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকারও কথা জানিয়েছেন তিনি। শনিবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বিএনপিপন্থি পেশাজীবীদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ কথা জানান বলে সূত্রে জানিয়েছে।
এর আগে রাত পৌনে ১০টায় বৈঠকটি শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত। বৈঠকে উপস্থিত একাধিক পেশাজীবী নেতা জানান, বিএনপি নেত্রী পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে মাঠে নামতে পেশাজীবীদের প্রতি আহবান জানিয়েছেন। এজন্য নিজেদের এলাকাগুলোতে প্রার্থীদের পক্ষে প্রচারসহ সার্বিকভাবে কাজ করার কথা বলেছেন। পেশাজীবী নেতারাও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ ছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, পেশাজীবীদের সমস্যাসহ সার্বিক বিষয়ে তাদের মতামত ও অভিযোগ শোনেন খালেদা জিয়া। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।