ভারতে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের ক্রেতাদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। প্রতিদিন পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারা পেঁয়াজ মজুদ করতে শুরু করেছেন। আর বিক্রেতারা এই সুযোগে লুটছেন অস্বাভাবিক মুনাফা।
সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেজি প্রতি পেঁয়াজের মূল্য ৭৫-৯০ টাকা। যে যার মতো দামে বিক্রি করছেন। তিনদিন আগে কেজি প্রতি পেঁয়াজের দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা।
ধানমন্ডির ঝিগাতলা এলাকার কাঁচাবাজের কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে। একই বাজারে মূল্যের এই তফাৎতের কারণ হিসেবে ব্যবসায়ীরা দায়ী করছেন প্রতিদিনের মূল্যবৃদ্ধিকে।
মাসুম নামের এক ব্যবসায়ী বলেন, গতকাল যে পেঁয়াজ কিনে এনেছেন সে হয়তো কম টাকায় বিক্রি করতে পারছেন কিন্তু যে আজ কিনেছেন তাকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
কথা হয় ক্রেতা হুমায়নের সাথে। হুমায়ন একসাথে কিনেছেন ১৫ কেজি পেঁয়াজ। এতমূল্যবৃদ্ধির পরও এক সাথে এত পেঁয়াজ কেনার কারণ হিসেবে বললেন, ‘খবরে দেখেছি ভারতের পেঁয়াজের দাম বেশি। সে তুলনায় আমাদের দেশে এখনো অনেক কম। ভারতের বাজারের প্রভাবটা পুরোপুরি লাগার আগেই বেশি করে কিনে নিচ্ছি।’
মোহাম্মদপুর এলাকার কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, বাজারের ক্রেতাদের মধ্যে পেঁয়াজ ক্রয়ের হিড়িক পড়েছে। প্রত্যেকেই কিনছেন পাঁচ থেকে ৪০ কেজি করে। এখানে কেজি প্রতি পেঁয়াজের দাম ৭৫ থেকে ৮৫ টাকা।
রুহুল নামের এক ব্যক্তি একসাথে কিনেছেন ৩০ কেজি। কারণ হিসেবে তিনি বললেন, ‘দুই দিন আগে ৬০ টাকা দরে পেঁয়াজ কিনলেও আজ তা ৮০ টাকা। সামনে ঈদ। খবর পেয়েছি দাম আরো বাড়বে। দামের সে অনিশ্চয়তা থেকেই্ বেশি করে কিনে রাখছি।’