পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, ভারতে দ্বিজাতি সিরিজ খেলতে যাবে না তারা। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বৃহস্পতিবার জানালো, এ বিষয়ক সিদ্ধান্ত জানতে আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে।
বিষয়টি নিয়ে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে নতুন করে কথা বলতে শুরু করেছে বিসিসিআই। শেষ খবর কি? এমন এক প্রশ্নের জবাবে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেছেন, “আর কয়েকটা দিন অপেক্ষা করুন।”
ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে দ্বিজাতি ক্রিকেট সিরিজের কথা অনেক আগে থেকেই বলে আসছে পিসিবি। সাড়া দিচ্ছিল না বিসিসিআই। শেষ পর্যন্ত, ভারতীয় বোর্ড পাকিস্তান বোর্ডকে ডিসেম্বরে ভারতে খেলতে আসতে বললো। শর্ত, দুই পক্ষ এই সিরিজের আয় ভাগাভাগি করবে। কিন্তু বেকে বসে পিসিবি। তারা প্রস্তাব ফিরিয়ে দেয়। জানায়, সিরিজটা আমিরাতেই হতে হবে। ওখানে পাকিস্তানের হোম সিরিজ হচ্ছে গত কয়েক বছর ধরে।
এখন আমিরাতে বিসিসিআই খেলার আগ্রহ দেখাচ্ছে না। অথচ ২০১৪ আইপিএলের প্রাথমিক পর্ব হয়েছিল সেখানেই। সমস্যাটা কোথায়? বিসিসিআই সচিব অনুরাগ একটু সময় নিলেন। তারপর জানালেন, তাদের অস্বাচ্ছন্দবোধের কথা। তিনি বলেছেন, “আইসিসি বা এসিসির আয়োজনের আন্তর্জাতিক ইভেন্ট হলে ভেনু তারাই ঠিক করে। দ্বিজাতি সিরিজের ব্যাপারে এটা দেশ দুটির ওপর নির্ভর করে তারা কোথায় খেলতে স্বাচ্ছন্দবোধ করে তা।”