গেলবছর ভারতে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষদের। আর তার ফলে সরকারি চাকুরিতেনিয়োগও পেয়েছেন কেউ কেউ। এবার একজন সরকারি কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন স্বীকৃতির।
এতদিন নারী পরিচয়ে দেশটির উড়িষ্যা সরকারের কমার্শিয়াল ট্যাক্স অফিসারের দায়িত্ব পালন করছিলেন ঐশ্বরিয়া ঋতুপর্না। সম্প্রতি তিনি তৃতীয় লিঙ্গ হিসেবে নিজের পরিচয় পাল্টিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।
তবে তার অভিযোগ নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করায় পরিবার ও বন্ধুদের কাছে বঞ্চনার শিকার হচ্ছেন তিনি।
২০১৪ সালের ১৫ এপ্রিল ভারতের সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গের মানুষদের নাগরিকত্বের অধিকার দিয়ে তাদের সাংবিধানিক অধিকার দেয়। এরই পরিপ্রেক্ষিতের ঐশ্বরিয়া নিজের পরিচয় তৃতীয় লিঙ্গ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নেন।
তার এই সাহসী সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছেনে অনেকে। সবাই বলছেন, নিজের প্রকৃত পরিচয় নিয়ে এভাবে উঠে দাড়ানোর সিদ্ধান্ত আরো অনেককে অনুপ্রাণিত করবে।