বহুল আলোচতি সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে উত্তরার র্যাব-১ র্কাযালয় থেকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়ছে। শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে নূর হোসেনকে বহনকারী গাড়ি র্যাব-১ কার্যালয় থেকে রওনা হয়ে ৮টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে। ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, আজই নুরকে আদালতে হাজরি করা হবে। এজন্য আদালতপাড়ার নিরাপত্তা জােরদার করা হয়ছে।
এদিকে সকাল সাড়ে ৮টায় জলো জজ কোর্টের পাবলকি প্রসিউিটর ওয়াজদে আলী খোকন আদালপাড়ায় এসে উপস্থিত হয়ছেনে।