পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে উত্তরবঙ্গ যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরার নিজ বাসভবন থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরবঙ্গের পথে যাত্রা শুরু করেন তিনি। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মির্জা ফখরুল আজ বৃহস্পতিবার সারাদিন সৈয়দপুর, নীলফামারী, পঞ্চগড় জেলার পৌর নির্বাচনী এলাকায় প্রচারণা চালাবেন। শুক্রবার ঠাকুরগাঁও জেলার পৌর নির্বাচনী এলাকাগুলোতে পরদিন (শনিবার) বগুড়ায় পৌর এলাকাগুলোতে প্রচারণা শেষে তিনি ঢাকা ফিরবেন। মির্জা ফখরুলের সঙ্গে স্থানীয় নেতারা প্রচারণায় যোগ দিবেন বলেও জানান তিনি।