সত্তরের দশকে নবাব সিরাজউদ্দৌলার রূপে বাংলা সিনেমা পর্দা কাঁপিয়েছিলেন প্রয়াত অভিনেতা আনোয়ার হোসেন। তার ভরাট কণ্ঠের দীপ্ত সংলাপ এখনও দর্শকের কানে বাজে। এবার বাংলার শেষ নবাবকে নিয়ে কলকাতায় নির্মিত হচ্ছে নতুন ছবি। নবাবের নাম ভূমিকায় অভিনয় করবেন দেব। পরিচালনা করবেন রাজ চক্রবর্তী। আগামী বছরের মাঝামাঝি ছবিটির শুটিং শুরু হবে। পরিচালকের ইচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করার। যদিও বাংলাদেশ থেকে এখনও কাউকে প্রযোজক হিসেবে নির্বাচন করা হয়নি। ছবিতে মীরজাফরের ভূমিকায় বাংলাদেশী কাউকে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন রাজ। ছবিতে নবাবের চরিত্রে অভিনয় প্রসঙ্গে দেব বলেন, ‘সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করতে চায় না এমন একজন অভিনেতার নাম বলুন! আমিও চাই। ইতিহাস আমাকে ডাকছে। আমি সত্যিই অপেক্ষা করছি।’ ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়। ব্রিটিশদের কাছে পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা। ঐতিহাসিক এ ঘটনা নিয়ে সিনেমা তৈরির জন্য কলকাতার একটি দল দীর্ঘদিন ধরে গবেষণা করছে। বর্তমানে চলছে চিত্রনাট্য তৈরির কাজ। লিখছেন গীতিকার শ্রীজাত।
