একই সাথে বিদায় নিলেন ক্রিকেট বিশ্বের দুই মহারথী। একজন হলেন লঙ্কান ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। আর আরেকজন হলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।আর এই দুই কিংবদন্তির বিদায় বার্তা দিলেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে অ্যাডমিন প্যানেল টিম মাশরাফির পক্ষ থেকে বলা হয় – মাইকেল ক্লার্ক ও কুমার সাঙ্গাকারা দু’জনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। গোটা ক্যারিয়ারে সাঙ্গাকারা ২৭৯৬৬ ও ক্লার্ক ১৭১১২ রান করেছেন। ক্রিকেট বিশ্ব অবশ্যই এই দুই কিংবদন্তিকে মিস করবে।

Sri Lanka's Kumar Sangakkara stumps Bangladesh's Mashrafe Mortaza during the Pool A 2015 Cricket World Cup match between Sri Lanka and Bangladesh at the Melbourne Cricket Ground (MCG) on February 26, 2015. AFP PHOTO / MAL FAIRCLOUGH
--IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE (Photo credit should read MAL FAIRCLOUGH/AFP/Getty Images)