দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ (রবিবার) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে ভারত বাংলাদেশের জেলা প্রশাসন পর্য্যায়ের দিনব্যাপী সীমান্ত সম্মেলন। এতে অংশ নিয়েছে ভারতের ৭টি এবং বাংলাদেশের ৯টি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএসএফ এবং বিজিবির (জেলা পর্য্যায়ের) প্রতিনিধিরা।
সীমান্ত সম্মেলনে ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব রয়েছেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির জেলা ম্যাজিষ্ট্রেট এসএমটি পৃথা সরকার। আজ হিলি সীমান্ত দিয়ে প্রবেশ করেন তারা। সীমান্ত চোরাচালান, নারী শিশু পাচার প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার এবং সীমান্ত হত্যা বন্ধে করনীয়সহ সীমান্ত সমস্যা সমাধানের বিষয়ে বাংলাদেশি জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা। এতে দুইদেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কের উন্নয়ন হবে বলে আশা করছে ভারতীয় প্রতিনিধি দল।
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের ৬টি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পুলিশ সুপার এবং বিএসএফ প্রতিনিধিসহ ১৩জন প্রতিনিধি এসেছে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন দার্জিলিং জেলার ডিএম অনুরাগ শ্রিবাস্তব, পুলিশ সুপার (এসপি) অমিত পি জাভালজি, মালদা জেলার ডিএম শারাদ কর্মকার,পুলিশ সুপার (এসপি) প্রসুন বন্দোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলার ডিএম রনধীর কুমার, পুলিশ সুপার (এসপি) সৈয়দ ওয়াকার রাজা, দক্ষিণ দিনাজপুর জেলার ডিএম তাপস চৌধুরী,পুলিশ সুপার (এসপি) শিশরাম জাজারিয়া, কোচবিহার জেলার ডিএম ডক্টর পি উলাঙ্গানাথান, পুলিশ সুপার (এসপি) রাজেশ কুমার,শিলিগুড়ি জেলার পুলিশ সুপার আকাশ ম্যাঙ্গারিয়া।
ভারতীয় প্রতিনিধি দলের সাথে আলোচনায় অংশ নিয়েছেন স্বাগতিক দিনাজপুর জেলাসহ (৯টি জেলার) নওগাঁ, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, চাপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট জেলার জেলা প্রশাসক পুলিশ সুপার এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র (২৭জন) প্রতিনিধিরা। বিকেলে যৌথভাবে প্রেস বিফ্রিং দেওয়ার কথা রয়েছে তাদের।