দারুণ ফিট ক্রিকেটার তিনি। ফিল্ডিংয়েও দেন সর্বোচ্চটা। আর তা করতে গিয়েই সমস্যায় পড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। পিঠে সমস্যা ছিল। সেটা আরো বেড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাউন্ডারি বাঁচানো ডাইভ দিয়ে। তাই নেলসনে বৃহস্পতিবারের তৃতীয় ওয়ানডেতে ম্যাককালামকে নাও দেখা যেতে পারে।
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চে ছিল দ্বিতীয় ওয়ানডে। ১০ উইকেটে জেতা ওই ম্যাচের সময়ই সমস্যার জায়গায় আবার ব্যথা পান ম্যাককালাম। কোচ মাইক হেসন বলেছেন, ইনজুরি খুব গুরুতর না। কিন্তু সমস্যাটা ডিস্কে। আর যেহেতু দল ৫ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে আছে তাই ম্যাককালামকে খেলানোর ঝুঁকি নিতে চান না কোচ।
কেন উইলিয়ামসন হাঁটুর সমস্যায় ছিলেন বলে প্রথম দুই ওয়ানডেতে টম ল্যাথামকে দলে রাখা হয়। দলের সাথে ম্যাককালামের কাভার হিসেবে এবার নেলসন ভ্রমণ করছেন ল্যাথাম। খেলতে পারেন টানা তৃতীয় ওয়ানডে।
কোচ হেসন বলেছেন, “আমাদের আশা, নেলসনে ব্রেন্ডন খেলতে পারবে। যদিও সে ঠিক অবস্থায় নেই। আর তাই কভারের ব্যবস্থাও করেছি। খেলার আগেই তার সমস্যা ছিল। ডাইভের কারণে সমস্যাটা বেড়েছে। এটা ডিস্কের সমস্যা। ইতিহাস বলে ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তা ঠিক হয়ে যায়। কিন্তু প্রত্যেক ডিস্কই ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়।”
নেলসনে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে পারেন উইলিয়ামসন। পেস বোলার অ্যাডাম মিলনে প্রথম ম্যাচে ভালো করেছেন। গোড়ালির সমস্যায় দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি। তবে নেলসনে তৃতীয় ম্যাচ খেলতে পারেন। দুই ম্যাচে চার উইকেট নেওয়া পেসার ম্যাট হেনরিকে পরিকল্পনা অনুযায়ী দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দলে ফিরেছেন পেসার টিম সাউদি।