আগামী ১৫ অক্টোবর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) মসনদে বসছেন সৌরভ গাঙ্গুলি। নিয়ম অনুযায়ী সিএবি-র যুগ্মসচিব পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন সৌরভ। সেক্ষেত্রে এবার সিএবি সভাপতি পদে অভিষেকের প্রতীক্ষা।
আগামী ১৫ অক্টোবর শুধু সৌরভেরই সভাপতি পদে অভিষেক হচ্ছে না। প্রয়াত সভাপতি জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া সৌরভের ছেড়ে দেওয়া সিএবি-র যুগ্ম সচিব পদে বসবেন। পনেরো অক্টোবর স্পেশাল জেনারেল মিটিংয়ে এই ঘোষণা হতে চলেছে।
আগে তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৪ অক্টোবর। কিন্ত বাংলার নতুন স্পনসরদের অনুরোধে এক দিন পিছিয়ে দেওয়া হল সেই অনুষ্ঠান। ওই দিন তারা আনুষ্ঠানিক ভাবে টিমের সঙ্গে স্পনসরশিপের চুক্তি ঘোষণা করবে। বাংলার পুরো সিনিয়র দলকে ডেকেই এই ঘোষণা করতে চায় স্পনসররা।