রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকো যুগের শুরু তাদের হাত ধরে। জিনেদেন জিদানের সাথে তখন রিয়ালের হয়ে মাঠ কাঁপাতেন লুই ফিগো। ছিলেন আরো তারকা। তবে এখন প্রসঙ্গটা জিদানের। বলা হচ্ছে, রিয়ালের পরবর্তী কোচ হতে যাচ্ছেন এই ফরাসী কিংবদন্তি। আর পর্তুগিজ কিংবদন্তি ফিগো জিদানকে দিচ্ছেন সমর্থন।
দরজায় দাঁড়িয়ে জিদান। রিয়াল মাদ্রিদ কাস্তিলা দলের কোচ। রিয়ালের বর্তমান কোচ রাফায়েল বেনিতেজকে তাই সতর্ক করে দিচ্ছেন ফিগো। ক্লাব সমর্থকদের মন জয় করতে দেরী হয়ে গেলেই কপাল পুড়বে বেনিতেজের। এমনটাই মানেন ফিগো। রিয়াল ভক্তদের সাথে সম্পর্কটা এখনো ঠিক তৈরি হয়নি বেনিতেজের। এই বছরই দায়িত্ব নিয়েছেন। কিন্তু দলকে ততো ধারাবাহিক করতে পারেননি। বিশেষ করে নভেম্বরে বার্সেলোনার কাছে ৪-০ গোলের হার তাকে পিছিয়ে দিয়েছে। এরপর রায়ো ভায়েকানোকে সম্প্রতি দল ঐতিহাসিক ১০-২ গোলের হার উপহার দিলেও অবস্থার তেমন উন্নতি হয়নি।
অন্যদিকে রিয়ালে খেলার সময় থেকেই দারুণ জনপ্রিয় জিদান। তার সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি কখনো। রিয়ালের দুই নম্বর দলের কোচ হিসেবেও ক্লাবের কাচ থেকে যথেষ্ট সমর্থন পান। ভক্তরাও আছে পেছনে। তবে ফিগো জানেন, রিয়ালের ওই হট সিটে বসার ইচ্ছে জিদানের আছে।
ফিগো বলেছেন, “আমি তাই মানি। এটা তার অন্যতম লক্ষ্য। সে এখন দ্বিতীয় দলকে কোচিং করাচ্ছে…আমার মনে হয় এটা তার মাথায় আছে এবং একদিন সে এক নম্বর দলের কোচ হতে চায়। কি হবে জানি না। এটা সবসময় সুযোগের ওপর নির্ভর করে- তারা তাকে সেই দায়িত্ব দেবে কি না।”
বেনিতেজের ব্যাপারে ফিগোর কথা, “মাদ্রিদ এমন একটা ক্লাব যেখানে আপনি সময় পাবেন না। আপনাকে সবসময় জিততে হবে। তাই তাকে আরো সময় দেয়া হবে কি না তা নির্ভর করে তাদের ওপর যারা সিদ্ধান্ত নেয়।” বেনিতেজের অবস্থা অবশ্যই খুব বাজে না। তবে কিছুদিন আগে বেশ খবর বেরিয়েছে যে তিনি একটি ভুল করলেই জিদান এসে যাবেন তার দায়িত্বে।