বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকে একমাত্র ঢাকা ডাইনামাইটস বিদেশি অধিনায়কের অধীনে খেলছে। দলটির নেতৃত্বে রয়েছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। অন্যদিকে এবারই প্রথম খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর প্রথম বিপিএলেই সতীর্থ হিসেবে পেয়েছেন লঙ্কান কিংবদন্তিকে।
সাঙ্গাকারার ‘সঙ্গে’ দারুণ উচ্ছ্বসিত এই তরুণ ক্রিকেটার। যতটুকু সম্ভব শিখে নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনতাই জানালেন মোসাদ্দেক।
বললেন, ‘এটা আমার জন্য প্রথম। চেষ্টা করছি ওর (সাঙ্গাকারা) কাছ থেকে কিছু শেখার জন্য। টি-টোয়েন্টি সংস্করণটা আমার জন্য একদমই নতুন আর উইকেটটাও এতো সহজ না যার ফলে নিজেকে ওইভাবে মেলে ধরতে পারছি না। আশা করি সেমিফাইনালে কিছু একটা করার চেষ্টা করবো।’
ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল এই তরুণ ব্যাটসম্যান। শুধু বিপিএল নয় টি-টোয়েন্টি সংস্করণেই নবীন এই উদীয়মান তারকা। তবে বিপিএলের এই টি-টোয়েন্টি সংস্করণে নিজেকে মানিয়ে নিয়ে খুব শিগগিরই নিজেকে প্রকাশ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বললেন, ‘আমি আগেই বলেছি এটা আমার প্রথম বিপিএল। আমি চেষ্টা করছি নিজের ভালোটা করা। আশা করছি সেমিফাইনালে ভালো কিছুই হবে।’
তবে এদিন শুরুতে দারুণ খেলেও হারের হতাশা লুকাতে পারেননি এই তরুণ। বললেন, ‘আসলে এটা পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। আমরা খুব ভালোভাবেই চেষ্টা করছি কিন্তু তারপরও কেন যে হচ্ছে না সেটা বলতে পারছি না। আমরা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিনটি বিভাগেই শতভাগ চেষ্টা করেছি। এটা দুর্ভাগ্য ছাড়া কিছু বলার নাই আমার।’
তবে সেমিফাইনালে তার দল ঘুরে দাঁড়িয়ে বরিশালের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নেবে বলে বলে আশাবাদ ব্যক্ত করেন মোসাদ্দেক।