নেদারল্যান্ডসের সাবেক কোচ গাস হিডিঙ্ক হতে যাচ্ছেন চেলসির নতুন কোচ। তবে তার সাথে চুক্তিটা হবে অন্তর্বর্তীকালীন। পর্তুগিজ হোসে মরিনহো বরখাস্ত হয়েছেন বৃহস্পতিবার। চেলসিতে তার জায়গায় দায়িত্ব নেবেন ডাচ হিডিঙ্ক।
৬৯ বছর বয়সী হিডিঙ্ক এখন লন্ডনে। চেলসির কর্মকর্তাদের সাথে তারা আলাপ চলছে। তবে শনিবার ইংলিশ লিগের খেলায় চেলসির দায়িত্বে দেখা যাবে না তাকে। এর আগে একবার চেলসির কোচের দায়িত্ব পালন করেছেন হিডিঙ্ক। ২০০৯ সালে চেলসিকে জিতিয়েছিলেন এফএ কাপের শিরোপা। এখন বাজে অবস্থায় আছে ইংলিশ চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তারা ১৬তম স্থানে। প্রথম ১৬ ম্যাচের ৯টিতে হেরেছে তারা। চেলসিকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর সাত মাসের মাথায় বরখাস্ত হয়েছেন মরিনহো। কারণ অবশ্যই লিগে ক্লাবের বাজে ফলাফল।
দীর্ঘদিনের কোচিং ক্যারিয়ার হিডিঙ্কের। পিএসভি আইন্দহোফেনের ম্যানেজার ছিলেন দুই দফা। জিতেছেন ৬টি ডাচ শিরোপা। আছে ইউরোপিয়ান কাপ জেতার অভিজ্ঞতাও। দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও রাশিয়ার জাতীয় দলের কোচও ছিলেন তিনি। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তিনি চেলসির কোচের দায়িত্ব পান। সেবার ব্রাজিলের লুই ফেলিপে স্কলারির জায়গা নিয়েছিলেন।
সেবার অল্প সময়ে চেলসির সাথে সাফল্য পেলেও এরপর কোথাও তেমন সাফল্য মেলেনি হিডিঙ্কের। তুরস্ক, রাশিয়া, আঞ্জি মাখাশকালা ও নেদারল্যান্ডসের দায়িত্ব পালন করেছেন। গত জুনে তিনি নেদারল্যান্ডসের কোচের পদ থেকে পদত্যাগ করেন। ততদিনে ডাচদের ২০১৬ ইউরোতে খেলার সম্ভাবনা ধূসর হয়ে গেছে। শেষ পর্যন্ত ডাচরা ইউরোর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা পায়নি।