চুয়াডাঙ্গায় নিজ স্ত্রীকে গলা কেটে নৃংশসভাবে হত্যার অভিযোগে অভিযুক্ত ঘাতক স্বামী রহমত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের তার বোনের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রহমত আলী তার নিজ স্ত্রী আলেয়া বেগমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ গাছ কাটা দা দিয়ে জবাই করে হত্যা করে। রোববার ভোরে সংঘটিত হত্যার পর রহমত আলী গা ঢাকা দেয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, হত্যার পর ঘাতক রহমত নিজ গ্রামে তার বোনের বাড়িতে আত্মগোপনে ছিল। সোমবার সকালে সে ঢাকায় পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর চুয়াডাঙ্গা সদর থানায় গণমাধ্যম কর্মীদের সামনে রহমত আলীকে হাজির করা হলে সে অকপটে স্ত্রী আলেয়াকে হত্যার কথা স্বীকার করে। রহমত জানায়, বার বার নিষেধ করার পরও সে পরকীয়ায় মত্ত থাকায় তাকে হত্যা করেছি।