চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ফুড গোডাউন সংলগ্ন সমিল থেকে ১০পিস রেল-লাইনের স্লিপারসহ দর্শনা রেলস্টেশনে কর্মরত নিরাপত্তা বাহিনীর ২ জন সদস্যকে আটক করেছে বিজিবি। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল আজিজ (৫০) ও শ্রী নিখিল চন্দ্র ঘোষ (৫২)। দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সোমবার দুপুরে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবি সদস্য দর্শনা ফুড গোডাউন সংলগ্ন সমিলে অভিযান চালায়। এসময় স’মিল থেকে ১০ পিস রেললাইনের স্লিপারসহ যশোর জেলার কেশবপুর উপজেলার ভগতি গ্রামের বিশু সরদারের ছেলে আব্দুল আজিজ ও একই উপজেলার ডহরি গ্রামের মৃত ফকির ঘোষের ছেলে শ্রী নিখিল চন্দ্র ঘোষকে আটক করে। দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আলতাফ হোসেন জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।