কারাবন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসা ও চেকআপের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তায় তাকে হাসাপাতালে পাঠানো হয়। তাকে চিকিৎসা ও চেকআপের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা মেডিক্যালে তাকে ভর্তি করা হতে পারে। আদালতের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানায়।
কাশিমপুর কারাগারের পার্ট-১-এর জেল সুপার সুব্রত বালা জানান, সিলেটসহ বিভিন্ন আদালতে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলা রয়ছে। কাশিমপুর কারাগার থেকে ওইসব স্থানে যেতে সমস্যা হওয়ায় তিনি চিকিৎসার জন্য আদালতে আবেদন করেছিলেন। পরে আদালত তার স্বাস্থ্যগত প্রতিবেদন চাওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই আজ শনিবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে ১৬ নভেম্বর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাবরের। শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম জানান, সোমবার চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি মেরুদণ্ডে ব্যথা, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় ভুগছেন। এ হাসপাতালে তার পূর্ণ চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।