দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেডের অডিট শুরু হচ্ছে চলতি মাসে। চুক্তি অসুসারে অডিটর কোম্পানিকে ১৮০ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে।
(প্রিয় টেক) দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেডের অডিট শুরু হচ্ছে চলতি মাসে। গ্রামীণফোনের অডিট করার জন্য গতকাল মঙ্গলবার তোহা খান জামান অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস নামের একটি কোম্পানির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এছাড়া এ মাসেই রবি আজিয়াটার অডিট করার জন্য মসিহ মুহিত হক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের সঙ্গে চুক্তি করা হবে। চুক্তি অসুসারে অডিটর কোম্পানিকে ১৮০ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে।
এই দুটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের অডিট করতে বিটিআরসির মোট খরচ হবে ১৬ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে গ্রামীণফোনের জন্য বাজেট করা হয়েছে ৮ কোটি ৭৯ লাখ টাকা এবং রবির জন্য বাজেট করা হয়েছে ৭ কোটি ৮২ লাখ টাকা। এছাড়া অন্যান্য মোবাইল অপারেটরসহ টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর অডিট করার জন্য আরও ২৪ কোটি ২৭ লাখ টাকা বিটিআরসির কাছে অবশিষ্ট থাকবে। চলতি অর্থবছরে বিটিআরসি অডিটের জন্য সব মিলে ৪০ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ রেখেছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর গ্রামীণফোনের অডিট করার জন্য গতকাল মঙ্গলবার বিটিআরসির পক্ষে চুক্তিতে সই করেন ফাইন্যান্স বিভাগের পরিচালক আশীষ কুমার কন্ডু এবং অডিটর কোম্পানির পরিচালক নাসির আহমেদ। এ চুক্তির পরপরই নিয়োগপ্রাপ্ত অডিট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অডিটের কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। আগামী ২০ অক্টোবর থেকে তোহা খান জামান অ্যান্ড কোম্পানি তাদের কার্যক্রম শুরু করবে।
এর আগে ২০১১ সালে সেলফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকের নিরীক্ষা কার্যক্রম শুরু করে বিটিআরসি। শুরুর কিছুদিনের মধ্যেই বাংলালিংকের নিরীক্ষা কার্যক্রম পরিচালনায় অপারগতা প্রকাশ করে অডিট প্রতিষ্ঠান আহমেদ জাকের অ্যান্ড কোম্পানি। তবে একই বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে গ্রামীণফোনের নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে ফজল অ্যান্ড কোম্পানি। এ নিরীক্ষার ভিত্তিতে ২০১১ সালের ৩ অক্টোবর গ্রামীণফোনের কাছে ৩ হাজার ৩৪ কোটি টাকা চেয়ে চিঠি দেয় নিয়ন্ত্রক সংস্থা। যদিও দেশীয় প্রতিষ্ঠান ফজল অ্যান্ড কোম্পানির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে গ্রামীণফোন।