প্রথম চারটি ম্যাচের তিনটিতেই হার। একটি মাত্র জয় তাও শেষ বলে এক রানের ব্যবধানে। ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম পর্ব মোটেও ভালো কাটেনি চিটাগাং ভাইকিংসের।
দুইদিনের বিরতির পর সোমবার চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। ঢাকায় জয়ের ধারায় থাকতে না পারলেও ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে জ্বলে উঠার প্রত্যয় ব্যক্ত করলেন ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল।
রোববার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। জানালেন চট্টগ্রামের চারটি ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ দলের জন্য। নিজেদের দর্শকদের সামনে একটু বাড়তি সুবিধাও পাবেন বলে মনে করেন তিনি।
বললেন, ‘প্রথম পর্ব আমাদের খুব ভালো কাটেনি। খুব ক্লোজ কিছু ম্যাচ হেরেছি। যা আমাদের জেতা উচিত ছিল, কিন্তু হেরে গেছি। তবে যেটা চলে গেছে, সেটা অতীত। এখন আমাদের ঘরের মাঠ, নিজেদের দর্শক। একটু বাড়তি সুবিধা থাকবেই। এই চারটা ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোমবারের ম্যাচ। জয়ে শুরু করতে পারলে ভালো হয়।’
ঘরের মাঠ হলেও দিনশেষে ভালো খেলেই জিততে হবে জানিয়ে তামিম আরও বলেন, ‘চিটাগং খেলছে চিটাগংয়ে, এটা বড় ব্যাপার। আর ঢাকায় যেভাবে ঢাকা দলকে সমর্থন করা হয়ছে, আমাদেরও এখানে সেভাবে সমর্থন জানানো হবে। তাই বাড়তি একটা প্রেরণা কাজ করবে। তবে দিনশেষে ভালো খেলেই জিততে হবে।’
তবে ঘরের মাঠ হলেও এই উইকেটে তিনি ছাড়াও সবাই সমানই বুঝবেন বলে জানান তামিম। দিনশেষে মানসিকভাবে এগিয়ে থাকাকে গুরুত্বপূর্ণ মনে করছেন এই জাতীয় দলের অন্যতম সেরা এই ওপেনার।
বললেন, ‘উইকেট আমি যতটুকু বুঝবো, অন্য দলও ততটাই বুঝবে। সেদিক থেকে এগিয়ে থাকার সুযোগ নেই। এটা মানসিক ব্যাপার। মানসিকভাবে এগিয়ে থাকা, চাঙা থাকার ব্যাপার।’