দুইবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় তিনি। কিন্তু সময়ের ফেরে রোনালদিনহো এখন ক্লাবহীন। ১৩ মাসের মধ্যে তৃতীয় ক্লাবের সন্ধানে এখন এই ব্রাজিলিয়ান প্লেমেকার। ফ্রি এজেন্ট রোনালদিনহো নিজে জানিয়েছেন, নানা ক্লাব থেকে প্রস্তাব আসছে। তিনি খেলাটা চালিয়ে যেতে চান। ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের সাথে দুই মাস খেলার পর দুই পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল হয় গেলো মাসে। সেই থেকে ক্লাবহীন রোনালদিনহো।
গত জুলাই মাসে রোনালদিনহো ফ্লুমিনেন্সে যোগ দেন। তার আগে খেলছিলেন মেক্সিকান দল কুয়েরেতারোতে। এরপর ফ্লুতে এলেও ক্লাবটিতে বেশিদিন থাকা হয়নি। ২৮ সেপ্টেম্বর ক্লাব ছেড়েছেন। ব্রাজিলিয়ান সিরি এ’র চারবারের চ্যাম্পিয়ন ক্লাবটিতে খেলে ইতিবাচক কোনো প্রভাব রাখতে পারেন নি রোনালদিনহো। ৩৫ বছরের এই খেলোয়াড় ফ্লুর হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। এরপর ক্লাবহীন হয়ে গেলেও এখনই বুট জোড়া তুলে রাখতে নারাজ। এখনো তার কিছু দেবার বাকি। খেলতে চান আরো কিছুদিন।
রোনালদিনহোর খেলার আগ্রহটা বাড়িয়েছে বিভিন্ন ক্লাব থেকে আসা প্রস্তাব। নিজেই বলেছেন, “আরো কিছুদিন খেলে যেতে চাই। প্রত্যেকদিনই প্রস্তাব আসে যায়। ভালো অনুভব করছি। সাস্থ্যও ভালো আছে। দেখা যাচ্ছে বিভিন্ন ক্লাবের এখনো আমার ওপর আগ্রহ আছে।’ এই সময়ের খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করা সহজ নয়। বিশেষ করে রোনালদিনহোর বিপক্ষে আছে ফিটনেসহীনতার অভিযোগ। ট্রেনিং করতে চান না। কিন্তু ওসব কথাকে উড়িয়ে দিয়ে রোনালদিনহো বলেছেন, “যেভাবে আমি ট্রেনিং করছি তাতে এখনো আজকালকার খেলোয়াড়দের সম পর্যায়ে পারফর্ম করতে পারবো।”
গত জুলাই মাসে রোনালদিনহো ফ্লুমিনেন্সে যোগ দেন। তার আগে খেলছিলেন মেক্সিকান দল কুয়েরেতারোতে। এরপর ফ্লুতে এলেও ক্লাবটিতে বেশিদিন থাকা হয়নি। ২৮ সেপ্টেম্বর ক্লাব ছেড়েছেন। ব্রাজিলিয়ান সিরি এ’র চারবারের চ্যাম্পিয়ন ক্লাবটিতে খেলে ইতিবাচক কোনো প্রভাব রাখতে পারেন নি রোনালদিনহো। ৩৫ বছরের এই খেলোয়াড় ফ্লুর হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। এরপর ক্লাবহীন হয়ে গেলেও এখনই বুট জোড়া তুলে রাখতে নারাজ। এখনো তার কিছু দেবার বাকি। খেলতে চান আরো কিছুদিন।
রোনালদিনহোর খেলার আগ্রহটা বাড়িয়েছে বিভিন্ন ক্লাব থেকে আসা প্রস্তাব। নিজেই বলেছেন, “আরো কিছুদিন খেলে যেতে চাই। প্রত্যেকদিনই প্রস্তাব আসে যায়। ভালো অনুভব করছি। সাস্থ্যও ভালো আছে। দেখা যাচ্ছে বিভিন্ন ক্লাবের এখনো আমার ওপর আগ্রহ আছে।’ এই সময়ের খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করা সহজ নয়। বিশেষ করে রোনালদিনহোর বিপক্ষে আছে ফিটনেসহীনতার অভিযোগ। ট্রেনিং করতে চান না। কিন্তু ওসব কথাকে উড়িয়ে দিয়ে রোনালদিনহো বলেছেন, “যেভাবে আমি ট্রেনিং করছি তাতে এখনো আজকালকার খেলোয়াড়দের সম পর্যায়ে পারফর্ম করতে পারবো।”