মাঠে দারুণ, মাঠের বাইরে স্টাইলিশ – এই হল স্ট্রাইকার ওয়াহেদ। বলা হচ্ছে ওয়াহেদ আহমেদের কথা; জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলারের কথা। ফুটবল ও ফুটবলের বাইরের জীবন সহ নানা ব্যাপারে তিনি মুখোমুখি হয়েছিলেন প্রিয়.কমের। তিন পর্বের এই সাক্ষাৎকার নিয়েছেন কাওসার মুজিব অপূর্ব, সৌরভ মাহমুদ ও মেহরিনা কামাল মুন – ফেসবুকে দেখা যায়, ক্রিকেটারদের পেজ কম-বেশি সবগুলো ভেরিফাইড। ফুটবলারদের ক্ষেত্রে কেন এখনও এমন হচ্ছে না… ওয়াহেদ: দেখা যায় যে, ক্রিকেটারদের ফ্যান বেশি। ওদের অনেক ফেক আইডি খোলা হয়। আমাদের ক্ষেত্রে তেমন হয় না। তাই পেজ, ভেরিফাইড করটা আমাদের জন্য জরুরী না। আর বাংলাদেশের কোন ফুটবলারের ফেসবুক পেজ এখনও ভেরিফাইড হয়নি। তাই দেখা যায়, ফেসবুককে আবেদন করলেও সেটা ফেসবুক পাত্তা দেয় না। আপনার ফেসবুকে ভক্ত সংখ্যা তো নেহায়েৎ কম না। পেজ ভেরিফাইড করার কোন ইচ্ছা আছে? ওয়াহেদ: চেষ্টা চলছে। আমি ফেসবুকের কাছে আবেদন করেছি। দেখা যাক কি হয়। তবে, সমস্যা হল বাংলাদেশের কোন ফুটবলারকেই এখনও ওরা এটা দেয়নি। আমার ক্ষেত্রে কি হবে, সেটা সময়ই বলে দিবে।
